25 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত-৫০

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত-৫০

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত-৫০

বিএনএ,ফরিদপুর:ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার(৮ জানুয়ারি)উপজেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও মো. সাহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।মো. হাবিবুর রহমান উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আর মো. সাহিদুজ্জামান সাবেক চেয়ারম্যান।সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।বৃহস্পতিবার(৭ জানুয়ারি) দুপুর থেকে শুক্রবার পর্যন্ত তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ৫০ জনের বেশি মানুষ আহত হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা(ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের ঘটনা থামাতে পুলিশ ৫৬টি শর্টগানের গুলি, ১৪টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি সাউন্ড গ্রেনেট ছুঁড়েছে।এলাকায় এখনও উত্তেজনা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামানের সমর্থকরা তাদের এক সমর্থককে মারধর করে।এ নিয়ে বিকেলে সংঘর্ষ হয়। শুক্রবার সকালে আরেক সমর্থককে মারধর করেন সাহিদুজ্জামানের সমর্থকরা।এ নিয়ে ফের সংঘর্ষ ঘটে।

মারধরের অভিযোগ অস্বীকার করে মাঝারদিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান পাল্টা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান হাবিবুর রহমানের সমর্থকরা তাদের এক সমর্থকের বাড়িঘর ভাঙচুর করেছে।এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ