21 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড

মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড

মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড

বিএনএ, ঢাকা : ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার(৮ জানুয়ারী) পাকিস্তানের লাহোরে অ্যান্টি-টেরোরিজম আদালত এই রায় দেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, লাখভিকে ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। ২০১৫ এর ১০ এপ্রিল থেকে তিনি জামিনে মুক্ত ছিলেন। গত ২ জানুয়ারি পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে আবার গ্রেফতার করে।

আদালতের এক কর্মকর্তা প্রেস পিটিআইকে বলেন, ‘অ্যান্টি-টেরোরিজম আইন ১৯৯৭ এর আওতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে লাখভির বিরুদ্ধে ১৫ বছর আগে একটি মামলা দায়ের করেছিল সিটিডি। লাহোরের অ্যান্টি-টেরোরিজম আদালত তাকে সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ