22 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিল টুইটার

ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিল টুইটার

ট্রাম্প

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনার ১২ ঘণ্টার পর দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার।

উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম টুইটার, ফেইসবুক ও ইনস্টাগ্রাম। খবর-বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, ১২ ঘণ্টার পর তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয় টুইটার। তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম জানিয়েছে, ট্রাম্পের ওপর তাদের নিষেধাজ্ঞা থাকবে অনির্দিষ্টকালের জন্য।

অ্যাকাউন্ট খুলে দিয়ে ট্রাম্পের প্রতি চূড়ান্ত সতর্কতা দেয় টুইটার। মার্কিন প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, ‘ফের প্ল্যাটফর্মটির নীতি ভঙ্গ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’

বুধবারে ট্রাম্পের করা উসকানিমূলক টুইটগুলো সরিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি। এক বিবৃতি জারি করে টুইটার জানায়, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনা কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা আমাদের সিভিক ইনটিগ্রিটি পলিসির বিরোধী।

টুইটারের এক মুখপাত্র বলেন, ‘টুইটগুলো সরিয়ে নেওয়া এবং পরবর্তী ১২ ঘণ্টা পার হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে সিভিকি ইন্টেগরিটিসহ আমাদের কোনো নীতি ভঙ্গ করলে, সহিংস নীতি গ্রহণ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।’

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ