বিএনএ, ঢাকা : রাজধানীর বংশালের আল-জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে মাদ্রাসার শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর)রাত সোয়া ৮টার দিকে তাদেরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে তাদেরকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান জানান, শনিবার আমাদের রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসায় দিয়ে ছিলেন।সেই তেহারি খেয়ে আমাদের শিক্ষক সহ ৪০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।পরে আমরা দ্রুত তাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান,বংশালের একটি শিক্ষক ও ছাত্র মিলে মাদ্রাসায় বাহিরে খাবার খেয়ে শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক সবাই কে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন। নতুন ভবনে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী