18 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ ঢাকা: রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে মো. তানজিল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আকতার ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে  দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের  বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতো। গতরাতে তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার  মধ্য হাজীপুর গ্রামের মো. নবী হোসেনের ছেলে।

বিএনএ/আজিজুল, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ