18 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ১

ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ১

মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ,গাঁজাসহ গ্রেপ্তার ১

বিএনএ, চট্টগ্রাম:  ফেনী থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাজাসহ মোস্তাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুরস্থ র‌্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোঃ মোস্তাক আব্দুল গফুরের ছেলে। তার বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া গ্রামে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। কুমিল্লা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে মোস্তাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে প্রাইভেট কার তল্লাশি করে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ সময় প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য  ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ