18 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » শীতে কাঁপছে দিনাজপুর

শীতে কাঁপছে দিনাজপুর


বিএনএ ডেস্ক : দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে । রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।  তবে দুপুরের দিকে সূর্য ওঠার পর থেকে কিছুটা কমতে থাকে শীত। ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ছয়টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ছয়টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল  ঘণ্টায় ১ কিলোমিটার।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ