বিএনএ, ডেস্ক: সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তাঁর দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে। তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তাঁর উম্মত বা অনুসারী দল। আমরা তাঁর দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্যে তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন। আর অপরটি হলো তাঁর সুন্নত বা সুন্নাহ।
১। জান্নাতের চাবি হলো- ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’ এ সাক্ষ্য দেয়া। শব্দার্থ: ‘ইলাহ’ মানে হুকুমকর্তা , আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।
২।আল্লাহ সুন্দর ! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। [সহীহ মুসলিম]
৩। শ্রেষ্ঠ কথা চারটি।
ক। সুবহানাল্লাহ– আল্লাহ পবিত্র।
খ। আল হামদুলিল্লাহ– সমস্ত প্রশংসা আল্লাহর।
গ। লা–ইলাহা ইল্লাল্লাহ– আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।
ঘ। আল্লাহু আকবর– আল্লাহ মহান। [সহীহ মুসলিম]
৪। বলো: ‘আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি; অতপর এ কথার উপর অটল থাকো। [সহীহ মুসলিম]
৫। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা। [তারগীব]
৬। যে কেউ এই ঘোষণা দেবে: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ (সাঃ) আল্লাহর রসূল’– আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন। সব কাজের আসল কাজ হলো ‘ইসলাম’। [আহমদ]
৭। কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না, যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। যে পরিশুদ্ধ হয়না, তার সালাত হয়না। [মিশকাত]
৮। সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো। [আবু দাউদ]
৯। কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের। [তাবরানি]
১০। আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা। [সহীহ মুসলিম]
১১। যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো সে শিরক করলো।
১২। সালাত মুমিনদের মি’রাজ। [মিশকাত]
বিএনএনিউজ/ রেহেনা/ বিএম