28 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুগান্তরের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যুগান্তরের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যুগান্তরের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ রংপুর কে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক, রংপুর পীরগঞ্জ উপজেলার প্রতিবেদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন ও উপদেষ্টা সম্পাদক নাসির আহমেদসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আব্দুল্লাহ আল মানছুর।
বুধবার(৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা’র বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-১ এ বাদী হয়ে মামলা দায়ের করেন তিনি। মামলায় ১ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়- দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম সংস্করণের ৩০ নভেম্বর-২০২২ (বুধবার) পত্রিকাটির ১৩ পৃষ্ঠার ৩ নম্বর কলামে পীরগঞ্জে র‌্যাবের ফাঁদে ভুয়া ডাক্তার আটক এমন শিরোনামে সংবাদটির হেডলাইন করে মামলার বাদী’র নাম ও পিতার নাম উল্লেখ করে বাদী আব্দুল্লাহ কে ৩০ নভেম্বর র‌্যাবের হাতে আটক দেখানো হয়। এতে দৈনিক যুগান্তর পত্রিকার বিবাদীগন র‌্যাব-১৩ এর নামে মিথ্যা সংবাদ ও গুজব ছড়িয়ে মামলার বাদী ও র‌্যাব-১৩ এর ভাবমূর্তি নষ্ট করেছে।
যুগান্তরের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

এছাড়াও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের কন্ঠ পত্রিকা’য় ৬.১২.২০২২ইং মঙ্গলবার ৬ষ্ঠ পৃষ্টার ৫ম কলামে উল্লেখ করে যে-রংপুরে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক শিরোনামের সংবাদটিতে বলা আছে যে-র‌্যাব-১৩ রংপুর আব্দুল্লাহ নামক ভুয়া চিকিৎসককে রবিবার (৪.১২.২০২২ইং) আটক করা হয়েছে। অথচ দৈনিক যুগান্তর আটক দেখালো ২৯ নভেম্বর-২০২২ইং। দৈনিক যুগান্তর ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকায় এমন গুজব ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগে অত্র মামলার বাদী আব্দুল্লাহ আল মানছুর মানহানী দন্ডবিধি ধারা অনুযায়ী কুমিল্লার আদালতে ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মানছুরের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়-গত কয়েকদিন ধরে আমাকে ও র‌্যাব-১৩কে জড়িয়ে মিথ্যা সংবাদ করে আসছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি কখনো র‌্যাব-১৩ কর্তৃক আটক হয়নি এবং আমাকে নিয়ে যে ভুয়া সংবাদ দুইটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তা খুবই গুরুতর অপরাধ। পত্রিকা কর্তৃপক্ষ সংবাদটিতে উল্লেখ করছে যে, আটককৃত ব্যক্তির সাথে নাকি আটকের সত্যতা পেয়ে সংবাদ ছাপিয়েছে।

এদিকে র‌্যাব-১৩ কর্তৃপক্ষ বলেছেন, আমরা কখনো আব্দুল্লাহ নামক ব্যক্তিকে আটক করিনি এবং পীরগঞ্জে ২৯ নভেম্বর বা তার পরে ভুয়া চিকিৎসক আব্দুল্লাহকে আটক করিনি। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন-এডভোকেট এ,এইচ,এম আবাদ ও এডভোকেট তারেকুল আলম রাসেল। মামলা নং সি আর ১৪৮৬/২২, তারিখ- ৭.১২.২০২২।

বিএনএ/ আবদুল্লাহ

Loading


শিরোনাম বিএনএ