বিএনএ ডেস্ক: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। ফলে সিজির জয়ের দারুণ এক সুযোগ আজ টাইগারদের সামনে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় ওয়ানডে শুরু হবে। এর আগে প্রথম ম্যাচে ভারতকে ১ উইকেটে হারায় বাংলাদেশ। মিরাজ আর মুস্তাফিজের দৃঢ়তায় জেতা সেই ম্যাচ বহুদিন মনে রাখবে ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসাইন, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসাইন, হাসান মাহমুদ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন।
দীর্ঘ ৭ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ানডে খেলেই দুই দলই চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডের পর, প্রথম টেস্ট ম্যাচটিও অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ান ডে: ৪ ডিসেম্বর (মিরপুর)
দ্বিতীয় ওয়ান ডে: ৭ ডিসেম্বর (মিরপুর)
তৃতীয় ওয়ান ডে: ১০ ডিসেম্বর (চট্টগ্রাম)
টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর (চট্টগ্রাম)
দ্বিতীয় টেস্ট: ২২-২৬ ডিসেম্বর (মিরপুর)
বিএনএ/এ আর