19 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ইজিবাইকের যাত্রী রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে শ্যামগঞ্জ রেলস্টেশন সংলগ্ন শ্যামগঞ্জ গৌরীপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আগামী ২৬ ডিসেম্বর গৌরীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই উপলক্ষে দুপুরে প্রতীক বরাদ্ধ নিয়ে নিহত রফিকুল ইসলামসহ ৫ জন যাচ্ছিলেন সিধলা ইউনয়নে। পথিমধ্যে শ্যামগঞ্জ-গৌরীপুর রেলক্রসিংয়ে অটোরিকশার যানজটে আটকে যায়। ওই সময় একটি অটোরিকশা রেললাইনে ওপরে অবস্থান করলে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে অটোরিকশা। এতে ভেতরে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে মো. মোখলেছ মিয়া নামে যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

বিএনএনিউজ২৪.কম/হামিমুর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ