27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » মুরাদের ‘অশালীন কথা’ সরানোর নির্দেশ

মুরাদের ‘অশালীন কথা’ সরানোর নির্দেশ

মুরাদ

আদালত প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন কথাবার্তার অডিও-ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতু রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিষয়টি এদিন আদালতের দৃষ্টিতে আনেন। তিনি আদালতে বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে বলেন, ‘মাই লর্ড, আমি কারও বিরুদ্ধে আসিনি। আমি এসেছি মুরাদ হাসানের ওই অশ্লীল ও কুরুচিপূর্ণ কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাইতে। কারণ, তার ওই কথাবার্তার এত অশ্লীল যে কোনো শিশু যদি তা শুনে তাহলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তা হবে সবার জন্য বিব্রতকর।’

এরপর আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে বলেন, বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওই অডিও-ভিডিওগুলো সরাতে পদক্ষেপ নিতে। এ বিষয়ে অগ্রগতি আগামীকাল বুধবার আদালতকে জানাতে বলে। এর আগে গতকাল লাইভে এসে এ বিষয়ে কথা বলেন ব্যারিস্টার সুমন।

খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্যের জন্য সম্প্রতি মুরাদ হাসানের পদত্যাগের দাবি তোলে জেন্ডার নিয়ে কাজ করা নারী ও অধিকারকর্মীরা। একই দাবি তোলে বিএনপি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ