বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। সোমবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের গোল ডেবার পাহাড় থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। সে সময় বিজিবি ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি বলেন, মিয়ানমার থেকে আসা মাদক কারবারিরা রাজাপালং গোল ডেবার পাহাড়ে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। সে সময় বিজিবির অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে মাদক কারবারিরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
বিএনএনিউজ/আরকেসি