21 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

বিএনএ ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার পর ঢাকায় পৌঁছান তিনি।

সফরের প্রথম দিনে  হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় এই কর্মকর্তা। বুধবার (৮ ডিসেম্বর) দেশে ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে  ১৫  থেকে ১৭  ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূলত এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা এসেছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে যত যোগাযোগ বাড়বে, তত ভালো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন। এবারের ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ঢাকায় আসছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ