29 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ইউসিবি’র গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প

আনোয়ারায় ইউসিবি’র গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প

আনোয়ারায় ইউসিবি'র গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় গবাদি পশু-পাখির রোগবালাই প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যসেবা ও ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আনোয়ারা সদর শাখা গবাদিপশুর রোগবালাই প্রতিরোধে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে।

এতে সার্বিক সহযোগিতা করে আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্ধদিন ব্যাপী এই ফ্রি ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা সেবা ক্যাম্পে ইউসিবি ব্যাংকের আনোয়ারা সদর শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে সিনিয়র অফিসার মো. নেয়ামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কলিম উদ্দীন।

চিকিৎসা সেবা ক্যাম্পে নেতৃত্ব দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া।

আরও পড়ুন:

হাটহাজারীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৭, আহত ৩

অন্যান্য চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশ, খোরশেদ আলম, গৌতম কুমার দাশ, হাইলধর ইউনিয়নের সিল মহিউদ্দিনসহ ইউসিবি সদর শাখার কর্মকর্তারা।

চিকিৎসা ক্যাম্পে সকাল থেকে প্রায় ছয়শতাধিক গরু ছাগল বিভিন্ন টিকা ও কৃমিনাশক ঔষধ ও বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ