17 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফতেহি

ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফতেহি

নোরা ফতেহি

বিএনএ ডেস্ক: অবশেষে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি প্রামাণ্যচিত্রে শুটিংয়ে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে তাকে। তবে প্রামাণ্যচিত্রের শুটিং ব্যতিত অন্যকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

সোমবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণে ভারতীয় অভিনেত্রী মিজ্ নোরা ফাতেহীকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।

এছাড়া শর্তের মধ্যে আছে, নোরা ফতেহিকে ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্যকোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেয়নি। ডলার সংকটের কারণে বাইরের শিল্পীদের দেশে আসার অনুমতি দেয়া হয়নি তখন।

এর আগে মিরর গ্রুপের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল নোরার। কিন্তু তখনও একই কারণে ঢাকায় আসার অনুমতি মেলেনি এই নৃত্যশিল্পীর।

মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এরপর তিনি বলিউডে পাড়ি জমান। অল্প সময়ের মধ্যেই বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এবারে কাতার বিশ্বকাপের থিম সংয়েও অংশগ্রহণ করেছেন নোরা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ