বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বাঘাইছড়ির বাঘাইহাট-মারিশ্যা সড়কের পতেঙ্গাছড়া সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পতেঙ্গাছড়া সেতু সহ দেশের ১০০ টি সেতুর প্রকল্প উদ্বোধন করেন তিনি।।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেখানে সেটি করে দিয়েছি। এখন বিভিন্ন জেলায় এক সাথে ১০০ সেতুর উদ্বোধন করতেছি। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ৪৫টি সেতু। পতেঙ্গাছড়া সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এ সেতু নির্মাণ করেন।
বাঘাইছড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, পৌরসভার মেয়র জমির হোসেন, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পতেঙ্গাছড়া সেতু উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিএনএ/কাইমুল ইসলাম ছোটন , ওজি