স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগ মুহূর্তে সেরা ছন্দে ফিরেছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জুনিয়র। নিজে গোল করলেন এবং সতীর্থের গোলে রাখলেন অবদান। নেইমারের এমন নৈপুণ্যে জয় পেল পিএসজি।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্তকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। নেইমারের পর শেষ দিকে গোল করেন দানিলো পেরেইরা। চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি মহাতারকা মেসি।
ম্যাচের নবম মিনিটেই দলকে লিড এনে দেন নেইমার। ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকের পাস ধরে লক্ষ্যভেদ করেন নেইমার। বিরতির আগে আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। পিএসজির রক্ষণে বেশ চাপ দিলেও গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি লরিয়েন্ত।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে তেরেম মোফির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মোফি। প্রতিরোধের তেমন কোনো সুযোগই পাননি পিএসজি গোলরক্ষক।
তবে শেষ মুহূর্তে ম্যাচের ৮১তম মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে হেডে গোল করে পিএসজির দর্শকদের উল্লাসে ভাসান দানিলো। তাতে লিগে অজেয় যাত্রা ধরে রাখল পিএসজি। ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স আর চারে থাকা লরিয়েন্তর পয়েন্ট ২৭।
বিএনএনিউজ২৪/ এমএইচ