22 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা  ৫০ লাখ ৬০ হাজার ১২২ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৬০৮ জন।  ফলে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হলো ২৫ কোটি ২ লাখ ৬৯ হাজার ৬৬৮ জন। আর ২২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোববার (৭ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

আন্তর্জাজতিক সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ১১৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ লাখ ৫৫ হাজার ৯৩০ জন। আর ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৪২২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৪৭৯ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৫ লাখ ৯৫ হাজার জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে নতুন করে ৩০৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জনে। আর ৬ লাখ ৯ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৭৯ জনের দেহে। আর মৃত্যু হয়েছে ৫১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭৮৭ জন। আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৯৬৬ জন।

এদিকে, এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি কিছুটা কমে আসলেও ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যু ও সংক্রমণ আবারও বাড়ছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ