23 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস

ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস

যুদ্ধ পরিস্থিতি' ঘোষণা:ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস

বিএনএ বিশ্বডেস্ক : গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ৫ হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

হামাস দাবি করে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। হামাসের বড় ধরনের হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করছে হামাসের যোদ্ধারা।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ