15 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, জেলা কৃষক লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, জেলা কৃষক লীগ নেতার মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতার মুত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এই ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। শরীফ উদ্দিন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯ টার দিকে অটোরিকশা যোগে মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ