স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। আসরের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসরে এর আগেও আফগানদের বিপক্ষে দুইবার মাঠে নেমেছে টাইগাররা। ২০১৫ এবং ২০১৯ এর দুইটি ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সুখস্মৃতি নিয়েই আজ ধর্মশালায় মাঠে নামছে সাকিব আল হাসানের দল। এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।
বিএনএনিউজ২৪/ এমএইচ