18 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দা দিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

দা দিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সফর উদ্দিন (৫০) নামে প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বড় ভাই আমির উদ্দিন (৫৫) পালিয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামের সামাইল এলাকায় এই ঘটনা ঘটে।পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সফর উদ্দিন ও ঘাতক আমির উদ্দিন ওই এলাকার সাবেদ আলীর ছেলে। তারা সম্পর্কে সহোদর ভাই। সফর উদ্দিন সৌদি প্রবাসী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. রাশেদুজ্জামান বলেন, সফর আলী সৌদি প্রবাসী। সম্প্রতি সে দেশে ফেরে। ঘটনার দিন দুপুরে বাঁশ কাটা নিয়ে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে আমির উদ্দিনের হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে সফর উদ্দিনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে বিকালের দিকে চিকিৎসাধীন সফর উদ্দিন মারা যায়।

তিনি বলেন, এই ঘটনার পর আমির উদ্দিন পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ