বিএনএ,স্পোর্টসডেস্ক : নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রথমবারের মত খেলতে গিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে ভালো সময় কাটেনি তার। উল্টো হাতের ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তামিমের স্ক্যান করানো হয়েছে। সেখানেই তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। চোট থেকে সেরে উঠতে নিতে হবে তিন থেকে চার সপ্তাহের বিশ্রাম।
গত বুধবার এলিমিনেটর ম্যাচে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে কাঠমুন্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ব্যাটিংয়ের সময় একটি বল লাগে তার বাঁহাতের বুড়ো আঙুলে। ৯ বলে ৯ রান করে তিনি আউট হয়ে যান পরের ওভারেই। প্রচণ্ড ব্যথা নিয়ে ড্রেসিং রুমে ফেরার পর দেখতে পান, আঙুল ফুলে গেছে অনেকটা। পরে ফিজিওর সাথে পরামর্শ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ইপিএলে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে চারটি ম্যাচে ৭৫ রান করেন তামিম ইকবাল।সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছিলেন পঞ্চম ম্যাচে।
বিএনএ/এমএম