22 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আইপিএল,আজ মুখোমুখি হবে সাকিব-মোস্তাফিজ

আইপিএল,আজ মুখোমুখি হবে সাকিব-মোস্তাফিজ

আইপিএল,আজ মুখোমুখি হবে সাকিব-মোস্তাফিজ

বিএনএ ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)এ আজ মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স  ও মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর ) রাত ৮টায় শারজায় জমজমাট লড়াইটি শুরু হবে।

কলকাতা-রাজস্থান দুদলেরই আজ লিগ পর্বের শেষ ম্যাচ। সেইসঙ্গে সাকিবদের জন্য প্লেঅফ নিশ্চিতের সুযোগ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে কলকাতা।

সমান ম্যাচে সমান পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সেরও। তবে, রান রেটে কলকাতা বেশ এগিয়ে আছে। ফলে জয় পেলেই নির্ভার হওয়ার সুযোগ রয়েছে।

পাশাপাশি সেরা চারে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ রাজস্থানেরও  আছে। সেক্ষেত্রে এই ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের ম্যাচেও নজর রাখতে হবে। সমান পয়েন্ট নিয়ে রান রেটে মোস্তাফিজদের ওপরে থাকা পাঞ্জাব বিকেল ৪টায় চেন্নাইয়ের মুখোমুখি হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ