bnanews24.com

বংশালে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে ৭ জন আহত

বিএনএ, মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর বংশাল আরমানিটোলা এলাকায় সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থলের রাস্তার কিছু অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠের পশ্চিম পাশের রাস্তায় ঘটনা ঘটে। আহত সাতজনের মধ্যে তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে যারা ভর্তি হয়েছেন, তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। রাস্তার একটা অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় পথচারী সাতজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ দুর্ঘটনা এড়াতে মাঝে মাঝে ম্যানহোলের ঢাকনাগুলো কিছুক্ষনের জন্য খুলে রাখা দরকার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে এবং কাজ করছেন।
বিএনএনিউজ/আজিজুল/জেবি

আরও পড়ুন

আত্রাইয়ে একই দিন নিখোঁজ হওয়া দুই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

JewelBarua

পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

RumoChy Chy

৯৯৯ নাম্বারে কল, ধর্ষণের অভিযোগে যুবক আটক

JewelBarua