27 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চবির শাটল ট্রেনে গাছের ধাক্কা, আহত ২০

চবির শাটল ট্রেনে গাছের ধাক্কা, আহত ২০


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে দুর্ঘটনা ঘটেছে। শহর থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী শিক্ষারথীরা। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও চবি কলেজের শিক্ষার্থীরা ছিলেন বলা জানা গেছে।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শহর থেকে ক্যাম্পাসগামী শাটল চৌধুরীহাট এলাকার রেল লাইনের দুপাশে থাকা গাছের ঢালের সাথে লেগে এটি ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আমরা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যস্ত আছি। এম্বুলেন্স রেডি করতেছি। পরে বিস্তারিত কথা বলবো।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসময় পুলিশ বক্সের চেয়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন করছে। এছাড়া পুলিশ বক্স ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

এছাড়া উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

বিএনএ/সুমন বাইজিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ