21 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » তাইওয়ানের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করতে আমেরিকাকে চীনের আহবান

তাইওয়ানের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করতে আমেরিকাকে চীনের আহবান


বিএনএ, বিশ্বডেস্ক : স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলেছে, যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানান। এসব অস্ত্রের মধ্যে ৬০টি জাহাজ বিধ্বংসী এবং ৬১ আকাশ থেকে আকাশের নিক্ষেপণাস্ত্র রয়েছে।

এই পরিকল্পনার ব্যাপারে মঙ্গলবার (৬ সেপ্টম্বর) চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিয়ি বলেন, মার্কিন অস্ত্রের কারণে যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বেইজিং তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ এক চীন নীতির চরম লঙ্ঘন। এছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় যে ঘোষণাপত্র সই হয়েছে তারও লঙ্ঘন এটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ