বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, আমার বিশ্বাস দলের মধ্যে মানসিক পরিবর্তন আসলে বাংলাদেশ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারবে।
বুধবার (৭ সেপ্টম্বর) মিরপুরে গণমাধ্যমের কাছে এ আশার কথা প্রকাশ করেন তিনি।
সুজন বলেন, আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সব সময়। আমি মনে করি, বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা। যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে।
আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। তবে সুজনের আশা, এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
বিএনএনিউজ/এইচ.এম।