বিএনএ, ঢাকা: রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত (১২ ঘণ্টা) রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও উত্তরা আবাসিক এলাকাসহ পাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএনএ/এমএফ