বিএনএ, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে। রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখা দিয়েছে তা ইভিএম নিয়ে নয়। এ সংকট আরও মোটা দাগের।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, আমাদের জন্য যেটা প্রয়োজন, ইভিএমে ভোট করলাম কি না, সেটা নয়; নির্বাচনটা সঠিক, অবাধ, নির্বিঘ্ন হলো কি না, সেটা। ইভিএমে হোক বা ব্যালটে হোক, সেটা হওয়া বড় কথা। কাজেই বড় ধরনের সংকট ওখানে নয়, আপনারও তা জানেন; ওই সংকট নিরসন হলে নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ড. জাফর ইকবাল বলেছিলেন- ইভিএম খুব জটিল কোনো মেশিন নয়। তিনি ওই হিসেবে বলছেন যে, এটা দুর্বল যন্ত্র। যন্ত্র দুর্বল নাকি সবল, এটা আমার বিবেচনা করার বিষয় নয়। যন্ত্র কাজ করছে কি না, এটাই আসল বিষয়।
তিনি আরও বলেন, কয়েক বছরে বহু নির্বাচনে হাজার হাজার ইভিএম ব্যবহার হয়েছে। কোথাও যন্ত্র ভুল তথ্য দেয়ার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এর আগে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে মঙ্গলবার লিখিত অনুরোধ জানায় ৩৯ বিশিষ্ট নাগরিক। তারা সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারে ইসির নেয়া সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে আখ্যা দেন।
বিএনএ/ ওজি