বিএনএ বিশ্ব ডেস্ক: কয়েক দিনের আলোচনা শেষে আফগানিস্তানের( Islamic Emirate of Afghanistan ) নতুন কেয়ারটেকার সরকারের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের নাম ঘোষণা করেছে তালেবান। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী মনোনীত করেছে তারা। রাষ্ট্র প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেছেন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
হাসান আখুন্দ তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তার সহকারী হিসেবে কাজ করবেন মোল্লা বারাদার আখুন্দ এবং মোল্লা আব্দুস সালাম। আর হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।
মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের পরিচয় :
তালেবানের সিদ্ধান্ত নির্ধারণকারী বিভাগ ‘রেবারি শুরা। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ২০ বছর ধরে রেহবারি শুরার প্রধান হিসেবে কাজ করছেন। তিনি গতবার(২০০১-২০০৬) তালেবান শাসিত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কালো তালিকাভুক্ত। জাতিসংঘের জঙ্গি তালিকায় তার নাম রয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের। তবে তালেবানের নেতাদের মধ্যে তার অনেক সুখ্যাতি রয়েছে। সামরিক প্রেক্ষাপটের পরিবর্তে একজন ধর্মীয় নেতা হিসেবে চরিত্র এবং নিষ্ঠার জন্য তিনি অধিক পরিচিত বলে দাবি করেন তালেবান মুখপাত্র জবিহ উল্লাহ মুজাহিদ।
উল্লেখ্য, তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের জন্ম।সশস্ত্র এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তিনি।
তালেবান সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন
তত্বাবায়ক সরকারে
আবদুল গণি বারাদার- উপপ্রধানমন্ত্রী
আবদুস সালাম হানাফি-উপপ্রধানমন্ত্রী
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।
পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমির খান মুত্তাকি। আবাস স্টানিকজাই উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
নতুন সেনাপ্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মৌলভী ক্বারী ফসিউদ্দিনের।
মোল্লাহ হেদায়েত উল্লাহ বদরি- মুদ্রা বিষয়ক মন্ত্রী
নুরুল্লাহ মনির- শিক্ষামন্ত্রী
খাইরুল্লাহ খায়ের খোয়া- তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
ক্বারি হানিফ- অর্থমন্ত্রী
আবদুল হাকিম -বিচারমন্ত্রী
নুরুল্লাহ নূরি- সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী
ইউনূস আখুন্দজাদা-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী
মোহাম্মদ খালিদ-সহযোগিতা ও উপদেশ বিষয়ক মন্ত্রী
আবদুল মান্নান ওমারি-গণপূর্ত মন্ত্রী
মোহাম্মদ ইসা আখুন্দ- জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়
আবদুল লতিফ মনসুর-বিদ্যুৎ ও পানি বিষয়ক মন্ত্রী
হামিদুল্লাহ আখুন্দজাদা-পরিবহন ও বিমান চলাচল মন্ত্রী
আবদুল বাকি হাক্কানি- উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী
নাজিবুল্লাহ হাক্কানি- টেলিকমিউনিকেশন
খলিলুর রহমান হাক্কানি- শরণার্থী বিষয়ক মন্ত্রী
আবদুল হক ওয়াসিক-জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান।
হাজি মুহাম্মদ ইদ্রিস- আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান
আহমদ জান আহমাদি- জনপ্রশাসন বিষয়ক প্রধান।
মোহাম্মদ ফজল আখুন্দ-উপমন্ত্রী প্রতিরক্ষা
বিএনএনিউজ২৪.কম/আরকেসি/এইচ.এম,জিএন।