বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশের ‘নো ফ্লাই জোন’ এলাকায় গত ১০ বছরে অনুমোদন ছাড়াই নির্মিত অন্তত ২৬৩টি উঁচু ভবন নির্মাণ করা হয়েছে। সেগুলো বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের নেই, তাই আমরা এ বিষয়ে বারবার রাজউককে চিঠি দিয়ে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।’
বেবিচক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ‘মাইলস্টোন’ দুর্ঘটনার পর বিমানবন্দরের আশপাশের উঁচু ভবন ইস্যুটি পুনরায় আলোচনায় আসে। তবে বেবিচক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, ‘মাইলস্টোনের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।’
থার্ড টার্মিনাল চালুর প্রশ্নে তিনি জানান, এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশন বিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি সই হবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।