28 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট


বিএনএ,চট্টগ্রাম : টানা বৃষ্টিতে আবারও  জলাবদ্ধতা দেখা দিয়েছে  চট্টগ্রামের  নিম্নাঞ্চলগুলোতে । যার ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা মোড় ও জিইসি সার্কেলসহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে রয়েছে।

এ দিকে গতকাল নগরীর অক্সিজেন থেকে বায়েজিদ সড়কের স্টারশিপ ফ্যাক্টরির কাছে শীতলঝর্ণা খালের ওপর একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে আংশিক চলাচল বন্ধ হয়ে গেছে এবং তৈরি হয়েছে তীব্র যানজট।

শহরবাসীর অভিযোগ, খাল-নালা পরিষ্কার না থাকার কারণেই জলাবদ্ধতা প্রকট হচ্ছে। প্রতিবছর বর্ষায় একই সমস্যা হলেও কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানে ব্যর্থ হচ্ছে ।

আবহাওয়া অফিস জানায়,  গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে । এমনটা জানিয়েছেন আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ