26 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ২০৫ যাত্রী নিয়ে নয়াদিল্লিতে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

২০৫ যাত্রী নিয়ে নয়াদিল্লিতে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট


বিএনএ,ঢাকা: গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় ভারতের বিমান পরিষেবা সংস্থার ফ্লাইট চলাচল বাংলাদেশে কয়েকদিন বন্ধ ছিল। চালু হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর শাহজালাল বিমানবন্দর দিয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে ফ্লাইট। এতে যাত্রী ছিল ২০৫ জন। তার  মধ্যে ১৯৯ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু যাত্রী।

বিমান পরিষেবা সংস্থাটির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা-দিল্লি আপডাউন ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ বিবেচনায় এবং সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে আজকের ফ্লাইটটি পরিচালিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার থেকে ঢাকা-দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করছে ভারতের অপর দুই বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং ভিস্তারা। কোম্পানি দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।

বিমান পরিষেবা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল থাকায় গত কয়েকদিন ঢাকা-নয়াদিল্লিসহ অন্যান্য রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে এগোতে থাকায় ফের ফ্লাইট চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিএনএ,নিউজ/রেহানা/হাসনা


শিরোনাম বিএনএ
চিন্ময় কারাগারে, চট্টগ্রামে ৬ ও ঢাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানাল ভারত জাপানে রকেট পরীক্ষাস্থলে আগুন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় নয় : আসিফ মাহমুদ ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ