21 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অতি বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

অতি বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

অতি বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বিএনএ, চট্টগ্রাম: অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতি বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
অতি বৃষ্টিতে নগরের বাসিন্দাদের দুর্ভোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ভারী বর্ষণের ফলে টানা চতুর্থ দিনের মতো কোমর পানির নিচে চট্টগ্রাম নগর। গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। শনিবার ভারী বর্ষণে আবারও তলিয়ে যায়। রোববার ২৪ ঘন্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে আজ চতুর্থ দিনের মতো জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে নগরের নিম্নাঞ্চলের মানুষ।

অতি বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
অতি বৃষ্টিতে ঘরে পানিবন্দী একটি পরিবার

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ১২ আগস্ট পর্যন্ত এ ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ