36 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে নৌচলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাপ্তাই হ্রদে নৌচলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাপ্তাই

বিএনএ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌচলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৭ আগস্ট) থেকে হ্রদটিতে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য নৌযান চলাচল করতে পারবে।

রোববার রাতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘জেলার ছয়টি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা (ইঞ্জিন চালিত)। যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রাখতে এবং কাজের গতি স্বাভাবিক করতে কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার থেকে হ্রদে নৌ চলাচল করতে পারবে। তবে পর্যটকবাহী নৌকা চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

এর আগে গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামায় জানমালের ক্ষতি এড়াতে শনিবার ভোর থেকে হ্রদে নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা প্রশাসন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ