26 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কানের মধ্যে ব্লুটুথ হেডফোন বিস্ফোরণ, যুবকের মৃত্যু

কানের মধ্যে ব্লুটুথ হেডফোন বিস্ফোরণ, যুবকের মৃত্যু

কানের মধ্যে ব্লুটুথ হেডফোন বিস্ফোরণ, যুবকের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : কানে ব্লুটুথ হেডফোন ছিল। হঠাৎ সেটা বিস্ফোরণ ঘটে। আর তাতে মৃত্যু হল ২৮ বছর বয়সী যুবকের। শনিবার ভারতের রাজস্থানের জয়পুর পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে।

চিকিৎসকদের মতে, এই ধরনের ঘটনা এদেশে সম্ভবত এই প্রথম ঘটল।

জানা গিয়েছে, জয়পুর জেলার উদয়পুরিয়া গ্রামের বাসিন্দা রাকেশকুমার নাগার শুক্রবার নিজের ঘরে বসে পড়াশোনা করছিলেন। সামনেই চাকরির পরীক্ষা। তাই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর কানে লাগানো ছিল হেডসেটটি। সেটি একটি ইলেকট্রিক আউটলেটের সঙ্গে লাগানো ছিল। হঠাৎই ঘটে যায় প্রবল বিস্ফোরণ।

বিস্ফোরণের ধাক্কায় তখনই তিনি অচেতন হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, রাকেশের দু’টি কানই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। হাসপাতালের ডাক্তার এলএন রুন্ডলা জানিয়েছেন, রাকেশকে যখন নিয়ে আসা হয় সেই সময় তাঁর শরীরে কোনও সাড়া ছিল না। চিকিৎসা শুরু করা হলেও শেষ পর্যন্ত মারা যান ওই যুবক। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলেই জানিয়েছেন ডাক্তাররা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ