29 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - জুন ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রোববার শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি

রোববার শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি

মোদি

বিএনএ ডেস্ক :  রোববার (৯ জুন) সন্ধ্যায় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন নরেন্দ্র মোদি।শুক্রবার (৭ জুন) ভারতের দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভারতের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ ২৯৩ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোটের মোট আসনসংখ্যা হয়েছে ২৩৩টি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। তবে ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। অথচ বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির উপর নির্ভর করতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ