বিএনএ, চট্টগ্রাম : ঐতিহাসিক ৬ দফা দিবসে কেন্দ্রীয় আওয়ামী লীগ সারা দেশে কর্মসূচি ঘোষণা করলেও আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসেও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নিষ্ক্রিয়। তাদের কোন কর্মসূচি উপজেলা জুড়ে দেখা মিলেনি।
১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। অথচ ঐতিহাসিক এ দিনেও কোন কর্মসূচি পালন করেনি কর্ণফুলী আওয়ামী লীগ।
গত ৬ জুন বাজেট ঘোষণা হলেও তাতেও বাজেট কে স্বাগত জানিয়ে কোন আনন্দ মিছিল করেনি। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চরম সমালোচনা চলছে। কেননা, বিপরীতে তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজেট কে স্বাগত জানিয়ে কর্ণফুলীতে আনন্দ মিছিল করেছেন। এ সময় নেতারা বলেছেন, ‘যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ছয় দফা না হলে ’৬৯-এর গণ-অভ্যুত্থান হতো কি না? এই ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে। ’৭৫-এর পর ৭ জুন, ৭ মার্চ এসব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।’
১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি।
প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এছাড়াও রয়েছে আলোচনা সভা। কিন্তু তাঁর কিছুই অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে মন্তব্য জানা যায়নি।
তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি একটু অসুস্থ তাই সঠিক বলতে পারতেছি না। সভাপতি সম্পাদক ভালো বলতে পারবেন তাঁরা কোন কর্মসূচি পালন করেছেন কিনা।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম টুকু বলেন, ‘সভাপতি সম্পাদক তো কিছু জানায়নি। তাঁরা কোন কর্মসূচি করতে আগ্রহী হলে অবশ্যই আমরা সাড়া দিতাম। কোন ধরনের কর্মসূচির খবর পাইনি। অথচ আজ ঐতিহাসিক ৬ দফা দিবস।’
বিএনএনিউজ/এইচ.এম।