16 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, কুমিল্লা : কুমিল্লা বরুড়ায় মোস্তফা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুন) উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা (বটতলা) পশ্চিম অংশে ধানের মাঠের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মোস্তফা উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা সোমবার রাতে দুই বন্ধুর সাথে পার্টি করার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন তার বন্ধুদের সাথে আছে মনে করে রাতে খোঁজ নেয়নি। সকালে গ্রামের পশ্চিমে কৃষি জমির ডোবাতে মরদেহ দেখে চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে চিতড্ডা ইউপি চেয়ারম্যান জাকারিয়া বলেন,আমাকে বিষয়টি থানা থেকে ওসি জানিয়েছে। ঘটনাস্থলে এসে দেখি ডোবাতে মোস্তফার মরদেহ পড়ে আছে।

এদিকে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

বিএনএনিউজ/আব্দুল্লাহ আল মানছুর/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ