27 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কেকে’র মৃত্যু ঘটনা তদন্তের আদেশ আদালতের

কেকে’র মৃত্যু ঘটনা তদন্তের আদেশ আদালতের

কেকে’র মৃত্যু ঘটনা তদন্তের আদেশ আদালতের

বিনোদন ডেস্ক: গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর মারা যান বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় খ্যাতনামী এই গায়কের। এরপর তার মৃত্যু নিয়ে ওঠে নানা বিতর্ক।

সদ্য প্রয়াত সংগীতশিল্পী কেকে-র মৃত্যুর তদন্ত করবে সিবিআই, এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছেন।

কেকে-র মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় নিয়ে। পাশাপাশি এয়ারকন্ডিশনার ঠিক মতো কাজ করেছিল কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছে অনেকে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভারতে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ কারনে রাজনৈতিক চাপও দেখা দিয়েছে৷ বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলেছেন, একটি কলেজের অনুষ্ঠানে এত অর্থ ব্যয়ে কীভাবে একজন বলিউডের গায়ককে আনা হল, তা নিয়ে।

বিএনএ/ রিপন রহমান খান, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ