বিএনএ, চট্টগ্রাম : অগ্নিকাণ্ডের ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন এখনো জ্বলছে।পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফারুক হোসেন সিকদার মঙ্গলবার সকালে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু নির্বাপিত হয়নি।এখনও আমাদের ৯টি ইউনিট কাজ করছে। এর ৭টি সরাসরি অপারেশনে আছে। এখানে প্রচুর পরিমাণ কেমিকেল ও দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
শনিবার রাতে ভয়াবহ ওই বিস্ফোরণে নিহত হয়েছেন ৪১ জন, নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্যসহ আরও বেশ কয়েকজন। দগ্ধ ও আহতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ জন। তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।