22 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » তিনদফা দাবিতে কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

তিনদফা দাবিতে কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

তিনদফা দাবিতে কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

বিএনএ,চট্টগ্রাম : তিনদফা দাবিতে চট্টগ্রাম কাস্টম হাউসে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট’র সদস্য ও নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বানে এ কর্মবিরতি পালন করছেন তারা।

দাবিগুলো হচ্ছে-জাতীয় রাজস্ব বোর্ড মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) এবং সিপিসি নির্ধারণে প্রণীত আইন। এসব আইন বাতিলের দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু।

তিনি বলেন, এসব আইন বাতিল করতে হবে। অন্যথায় আজ আমরা বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে অর্ডার জমাসহ কোনো কাজই করবো না। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ও সম্মান দুটোই দিতে হবে। নয়তো আমরা কাজ করবো না, কাউকে কাজ করতেও দেবো না।

উল্লেখ্য, গত ১৮ মে লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছিল তারা। পরে দাবি মেনে নেয়ায় ওইদিন রাতেই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ