বিএনএ, সিলেট : সপ্তাহ যেতেই সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফায় কেঁপে ওঠে সিলেট।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ে ও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গত ৩০ মে রাত ৪টা ৩৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তার আগেরদিন ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়েছিল।
বিএনএনিউজ/জেবি