25 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » ফাইজারের টিকা আসছে ১৩ জুন, পাবেন নিবন্ধিত ব্যক্তিরা

ফাইজারের টিকা আসছে ১৩ জুন, পাবেন নিবন্ধিত ব্যক্তিরা

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ

বিএনএ, ঢাকা : ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিদের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথাগুলো বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১৩ জুন ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬০০ ডোজ টিকা দেশে আসবে। এ টিকা ওই দিন থেকেই প্রয়োগ শুরু হবে। কোনো বিশেষ ব্যক্তিকে তা দেওয়া হবে না।

তিনি বলেন, করোনায় বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। তাই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। এসময় তিনি সিনোভ্যাকের টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে বলেও জানান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ