15 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৮

বিএনএ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া  উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক পণ্ডিত এবং উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম ও আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিজ বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে লাইলী বেগম নামে এক নারী নিহত হন। চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রপাতে মারা যান। বজ্রপাতে পণ্ডিত নামে এক কৃষক নিহত হয়েছেন।

উল্লাপাড়ার উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে আগদিঘল কবরস্থান এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম নামে এক কৃষক নিহত হন।

একই উপজেলার সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাঠে নিজের হাঁসের খামারে কাজ করার সময় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি প্রাণ হারান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ