24 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ব্যবসায়ীকে অপহরণ, জাহাজের মাস্টার গ্রেপ্তার

কর্ণফুলীতে ব্যবসায়ীকে অপহরণ, জাহাজের মাস্টার গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে মোঃ শাহজাহান (৬৮) নামে একজন শ্রমিক নেতাকে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি মোঃ আকতার জামান (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।তিনি  খোয়াজনগর এলাকার নুরুল আলমের ছেলে।

শুক্রবার (০৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরলক্ষ্যা (০৭নং ওয়ার্ড) মৌলভী বাজার আইয়ুব শাহ বাড়ীর সামনে এ অপহরণের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সদরঘাট বাংলাবাজার এস. আর ট্রেডিং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের মালিক।ভিকটিম ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে চরলক্ষ্যা পোর্টের রাস্তায় তার খামারবাড়িতে যান।

পরে সন্ধ্যা ৬টার দিকে সিএনজিযোগে ঘটনাস্থলে পৌঁছালে ১নং বিবাদী মোঃ আকতার জামানের নেতৃত্বে বিবাদীরা ২/৩ টি সিএনজিতে করে এসে ভিকটিমকে চড় থাপ্পর মারে এবং ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রাখে। তখন বিবাদীরা পাওনা টাকা দাবি করে বিভিন্ন ভয়ভীতি ও মারধর করতে থাকে। এবং তাদের চাওয়া টাকা পরিশোধ না করলে প্রাণনাশের হুমকিও দেন।

পরে ভিকটিমের কেয়ারটেকার ও ছেলে ঘটনাটি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেন। পরে গ্রেফতার হওয়া মোঃ আকতার জামানকে (৩১) প্রধান আসামি করে আরও ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন – নুর ইসলাম (৪০), মোঃ গফুর (৩৩), শাকিব (২৭), আসিফ (২২) অজ্ঞাত আরও ৭/৮ জন। তারা সকলেই খোয়াজনগর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিম উদ্ধার ও প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/নাবিদ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ