25 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আবেগ ও অনুভূতির সম্পর্ক বাংলাদেশের সাথে আরো জোরদার হবে-মমতা

আবেগ ও অনুভূতির সম্পর্ক বাংলাদেশের সাথে আরো জোরদার হবে-মমতা

বুধবার শপথ নিচ্ছেন মমতা

বিএনএ,ঢাকা:   ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয়লাভ করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অভিনন্দনপত্রের জবাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল পররাষ্ট্রমন্ত্রীর ৫ মে’র লেখা অভিনন্দনবার্তার জবাব দেন  তিনি।

শুক্রবার (৭ মে)  মমতা ব্যানার্জি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং তা শক্তিশালী করার পক্ষে রায় দেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ