22 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে দুইপক্ষের সংঘর্ষে নিহত এক

ময়মনসিংহে দুইপক্ষের সংঘর্ষে নিহত এক

বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুস মোবাহানের ছেলে।

ত্রিশাল থানার সেকেন্ড অফিসার (এসআই) বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একই গোষ্ঠির মামুন-সোহাগ ও নিহত আব্দুল কাদির জিলানির সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে পুর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র দা বল্লম নিয়ে মামুন ও সোহাগের লোকজনের সাথে আব্দুল কাদির জিলানি লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল কাদির জিলানি আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিলানিকে মৃত ঘোষণা করে।

এসআই বিকাশ সরকার বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ